ভোট সুষ্ঠু হয়েছে, আমি বিস্মিত : ঢাবি উপাচার্য

ভোট সুষ্ঠু হয়েছে, আমি বিস্মিত : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ থাকলেও ভোট ‘সুষ্ঠু হয়েছে’ বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক ধারার মূল্যবোধ দেখে ‘বিস্মিত’ হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ড. মো. আখতারুজ্জামান।

ঢাবি উপাচার্য বলেন, ‘যতটুকু ভোটকেন্দ্র পরিদর্শন করলাম,অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক বোধ, যে মূল্যবোধ, এটা দেখে আমি বেশি বিস্মিত হয়েছি। আশা করি, শিক্ষার্থীরা আজ যে উদাহরণ রাখলো এটি আমাদের নতুন মাত্রায় অনুপ্রেরণা দেয়।’ সামনের দিনগুলোতেও এই গণতান্ত্রিক যে আচরণ, যে রীতিনীতি, সেটিকে বেগবান করে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান ঢাবি উপাচার্য।

ছাত্রলীগ ছাড়া সব প্যানেলের ভোটবর্জন এবং ভোটগ্রহণে অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে ড. মো. আখতারুজ্জামান বলেন,‘নীতি-গঠনতন্ত্র অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে।’

ভোট শুরুর আগেই বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ‘বাক্সে সিল মারা ব্যালট’ পাওয়া প্রসঙ্গে ঢাবি উপাচার্য বলেন,‘কুয়েত মৈত্রী হলের ঘটনা যে মুহূর্তে আমি শুনেছি, তাৎক্ষণিকভাবে কিন্তু শক্ত অবস্থান নিয়েছি। বিন্দুমাত্র কালক্ষেপণ না করে প্রভোস্টকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি।’

ড. মো. আখতারুজ্জামান বলেন,‘তদন্ত কমিটি দেখবেন এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত। তবে যে-ই জড়িত থাকুক না কেন, নীতি বহির্ভূত অনৈতিকভাবে এই ধরনের কাজ যেটি কোনোভাবেই বরদাশত করা যায় না। সেটার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করবো।’

ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি জায়গায় নীতি বিরোধী বা এই ধরনের অপকর্মের সঙ্গে যেন কেউ জড়িত না থাকে সে ব্যাপারে যত্নশীল থাকবেন বলে জানান ঢাবি উপাচার্য।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment