আবারও ব্রিটিশ পার্লামেন্টে প্রত্যাখ্যাত থেরেসার বেক্সিট প্রস্তাব

ফের পার্লামেন্টে ব্রেক্সিট প্রস্তাবে পরাজিত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ১৪৯ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তার প্রস্তাব নাকচ করে দিয়েছে পার্লামেন্ট সদস্যরা। এ নিয়ে আবারও হোঁচট খেলেন ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনা।

গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফার এই ভোটাভুটিতে ৬৫০ সদস্যের পার্লামেন্টে ৩৯১-২৮২ ভোটে প্রস্তাবটি নাকচ হয়েছে। প্রথমবারে যে ব্যবধানে নাকচ হয়েছে এবার সেই ব্যবধান কিছুটা কমে এসেছে। জানুয়ারিতে প্রথম ৪৩২-২০২ ভোটে নাকচ হয়েছিল।

২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। পরবর্তী সম্পর্কের রূপরেখা নিয়ে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে। বিচ্ছিন্ন হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে তা নিয়ে গত নভেম্বরে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছিলেন থেরেসা। সে ব্রেক্সিট চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন করানোর বাধ্যবাধকতা থাকলেও তা প্রত্যাখ্যাত হয়।

এর আগে পার্লামেন্টে সেই চুক্তি অনুমোদনের বাধ্যবাধকতায় গত ১৫ জানুয়ারি ভোটাভুটি অনুষ্ঠিত হয়।  দ্বিতীয় দফায় পরিকল্পনা বাতিলে হওয়ার পর থেরেসা মে বলেছেন, আগামী ২৯ মার্চ কোনো চুক্তি ছাড়াই যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাবে কি না তা নিয়ে ভোট দেবেন আইন প্রণেতারা আর তা ব্যর্থ হলে ব্রেক্সিট বিলম্বিত হবে কিনা তা নিয়ে ভোট দেবেন।

এসব ভোটাভুটিতে নিজের পার্টি রক্ষণশীল দলের আইন প্রণেতারা চুক্তি ছাড়া ব্রেক্সিট প্রশ্নে দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও ভোট দিতে পারবেন বলেও জানান থেরেসা মে।

আগামী বুধবার ও বৃহস্পতিবার এসব প্রশ্নে ভোটাভুটি হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment