কালীগঞ্জে বাস উল্টে খাদে, আহত ১৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের লাউতলা চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় আহত হয়েছেন কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার রফিকুল ইসলাম। দুর্ঘটনায় যার একটি হাত ভেঙে গেছে। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘আমি কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ যাওয়ার উদ্দেশে বাসে উঠি। কিন্তু বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের ধানখেতে পড়ে যায়। এরপর আর কিছুই জানি না।’

কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা সামছুল ইসলাম জানান, মহেশপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (ফেনী-জ-০৫-০০১১) কালীগঞ্জের চারমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই )দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment