ডাকসু পুনঃনির্বাচনের দাবিতে অনশনে শিক্ষার্থীরা

ডাকসু পুনঃনির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (১৩ মার্চ) তারা রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ করছেন।

এদিকে, নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের দাবিতে বুধবার (১৩ মার্চ) উপাচার্যকে স্মারকলিপি দেবেন নির্বাচনে অংশ নেয়া পাঁচটি প্যানেল। পুনঃতফসিল, উপাচার্যের পদত্যাগ, ডাকসু নির্বাচন কমিশনারদের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে তারা এ স্মারকলিপি দেবেন।

বামজোটের নেতারা দাবি করেন, ডাকসু নির্বাচনে অনিয়মসহ সিলমারা ব্যালট পাওয়ার প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকালই বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট এই নির্বাচন প্রত্যাখ্যান করে বিবৃতি দেয়। এছাড়ও ডাকসু পুনঃনির্বাচনের দাবিতে চলছে ছয় শিক্ষার্থীর অনশন। এই অনশনে ধীরে ধীরে যোগ দিচ্ছেন আরও শিক্ষার্থী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment