খুলনা আয়োজিত হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন সামিট

জাতিসংঘের টেকসই উন্নয়ন মাত্রা লক্ষ অর্জনের জন্য কাজ করছে বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরাম। চলতি বছরের ২৫ জানুয়ারী আয়োজিত হয়েছিল ‘বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন সামিট ২০১৯’।

সামাজিক উদ্ধাবনী দিকনির্দেশনা ও প্রত্যেকের পছন্দের উপযুক্ত পেশা নির্ধারন সহায়ক পরামর্শ দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া বাংলাদেশ থেকে চিরতরে দারিদ্র বিমোচন ও বাংলাদেশকে কর্মদক্ষতা শীর্ষে উঠতে সক্ষম করতে উপযুক্ত ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি।

এই ধারাবাহিকতায় আগামী ৫ ও ৬ এপ্রিল খুলনায় কুয়েট অডিটোরিয়ামে আয়োজন করা হবে ‘বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন সামিট ইন খুলনা’।

এতে অংশ গ্রহণ করবেন সোলায়মান সুখন, আয়মান সাদিক, ইকবাল বাহার, প্রিতরেজা, ওসামা বিন নূর, দিদারুল ইসলাম সানি, মো. সোবাহান চৌধুরী, মো. মারুফ খান, মো. আব্দুল আওয়াল, তাসনিম বর্ষা ইসলাম, আলী আকবর, ফারহা মাহমুদা ত্রিনা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment