বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

‘নিরাপদ মানসম্মত পন্য’ প্রতিপাদ্য নিয়ে বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকার দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বুধবার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজটির হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র, শেরপুর টাউন বারোয়ারী এজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিন্দ্রনাথ রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, কোনো ক্রেতা পণ্য কিনে প্রতারিত হলে ভোক্তা অধিকার কার্যালয়ে অভিযোগ করুন। প্রতারণাকারী সেই সব ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment