ভারতের লোকসভা নির্বাচনে ২২ হাজার বুথ স্পর্শকাতর, নির্বাচন কমিশনকে জানালো জেলা প্রশাসন

রাশিদ রিয়াজ : ২) ভারতের জেলা প্রশাসন দেশটির নির্বাচন কমিশনকে জানিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে ২২ হাজার বুথ স্পর্শকাতর রয়েছে। তবে নির্বাচন কমিশন এসব বুথ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও শনিবারের মধ্যে তা নিতে বলা হয়েছে। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই নির্বাচন কমিশনে জমা পড়লে বিরোধীদের একাধিক অভিযোগ।

৩) এদিকে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বুথগুলিকে অতি স্পর্শকাতর ঘোষণা করে বাংলার মানুষকে অপমান করা হয়েছে, এমন অভিযোগ তুলেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের কাছে এই মর্মে দাবি জানিয়েছিল বিজেপির এক প্রতিনিধি দল আর সেই প্রসঙ্গেই কেন্দ্রীয় শাসক দলকে একহাত নিলেন মমতা। বিজেপির এই দাবিতে বাংলার মানুষকে অপমান করা হয়েছে, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন ভারতের অন্য রাজ্যে অশান্তি হলেও এক দফায় ভোট হচ্ছে, সেখানে বাংলা অত্যন্ত শান্তিপূর্ণ রাজ্য বলেই বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি নেতৃত্ব আসলে মানসিক রোগে ভুগছে, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। টাইমস অব ইন্ডিয়া

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment