বাংলাদেশ দল নিরাপদে থাকায় আফ্রিদি ও শোয়েবের স্বস্তি

শুক্রবার (১৫ মার্চ) স্ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা চলছে বিশ্বজুড়ে। মাত্র ৫ মিনিট বিলম্বের কারণে ওই হামলা থেকে রক্ষা পেয়েছেন সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

ওই হামলার পর পরই পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আফ্রিদি বাংলাদেশ দল কেমন আছেন তা জানতে যোগাযোগ করেন। তিনি কথা বলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সতীর্থ ও বাংলাদেশ দলের তারকা তামিম ইকবালের সঙ্গে।

আফ্রিদি বলেছেন, এটাই বড় স্বস্তির যে বাংলাদেশ দল ও এর স্টাফরা নিরাপদে রয়েছে।

নিজের টুইটার হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন আফ্রিদি।

টুইটে তিনি লিখেছেন, ‘ ক্রাইস্টচার্চে ভয়াবহ দুঃখজনক ঘটনা ঘটে গেছে। নিউজিল্যান্ডকে সবচেয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশগুলোর একটি এবং সেখানকার মানুষকে বন্ধুত্বপূর্ণ মানসিকতার জানতাম। তামিমের সঙ্গে কথা বলেছি, এটাই বড় স্বস্তির যে বাংলাদেশ দল ও এর স্টাফরা নিরাপদে রয়েছে।’

এরপর আফ্রিদি আরও লেখেন, সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ববাসীর এক হতে হবে।

তিনি বলেন, ‘ হিংসা হানাহানি থামাও। সন্ত্রাসের কোনো ধর্ম নেই। শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা। নিহতদের প্রতি আল্লাহ রহম করুন।’

বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদে আছে জেনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন পাক গতি তারকা শোয়েব আখতারও।

সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে শোয়েব আখতার তার টুইটে বলেন, ‘আমরা কি এখন ‍প্রার্থনার জায়গায়ও নিরাপদ নই? বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদে আছে জেনে ভালো লাগছে।’

শুক্রবার (১৫ মার্চ) অনুশীলন শেষ করে পবিত্র জুমার নামাজ আদায় করতে হাগলি ওভাল স্টেডিয়াম সংলগ্ন মসজিদ আল নুরে যাচ্ছিলেন দলের খেলোয়াড়রা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় দুপুর দেড়টায় মসজিদে থাকার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের।

কিন্তু ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাঁচ-ছয় মিনিট সময় বেশি ব্যয় করে ফেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর এই পাঁচ মিনিটই যেনো বাঁচিয়ে দিল বাংলাদেশ দলকে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment