সড়ক সংস্কারে ক্ষতির মুখে পড়েছে যশোর বেনাপোলের শতবর্ষী গাছ

২) যশোর-বেনাপোলের সড়ক সংস্কার করতে গিয়ে হেলে গেছে বহু গাছ। এতে সড়ক উন্নয়নের কাজ হেলা ফেলার মাধ্যমে করায় শতবর্ষী গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ বৃক্ষরোপন সমন্বয় কমিটি। তবে সড়ক বিভাগ অভিযোগ অস্বীকার করছে। যমুনা টিভি।

৩) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী যশোর রোডের প্রাচীন গাছগুলোকে রক্ষার জন্য বিভিন্ন সময় হয়েছে আন্দোলন। যা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। সে শর্ত ও আদেশ মেনেই চলছে সড়কের পুনঃনির্মাণ কাজ। কিন্তু সড়ক চওড়া ও ৪-৫ ফুট গর্ত করা হলে উপড়ে ফেলা হয়েছে বেশ কয়েকটি গাছ। অনেক গাছ হেলেও পড়েছে। এই মহা সড়কে বহু যানবাহনের চলাচল। আবার ঝড়ে এসব গাছ উপড়ে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা।

৪) যশোর রোড উন্নয়ন ও বৃক্ষ রক্ষা সমন্নয় কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু বলেছেন, গাছ ধ্বংসের যে চক্রান্ত সেই মাসিক নিয়ে সড়ক পুনঃনির্মাণের কাজ চলছে। সম্পাদনা : মিলন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment