শুভেচ্ছা সফরে ‘বিসিজিএস সৈয়দ নজরুল

২) সোমবার বেলা ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘সৈয়দ নজরুল’ মালেশিয়ায় অনুষ্ঠিতব্য এলআইএমএ-১৯ এবং ভারতের পোর্ট ব্লায়ার ও থাইল্যান্ডের ফুকেট বন্দরে শুভেচ্ছা সফরে যাওয়ার উদ্দেশ্যে বিসিজি বার্থ চট্টগ্রামের পতেঙ্গা পার্শ্ব ত্যাগ করে। সফর শেষে জাহাজটি আগামী ৭ এপ্রিল সকাল ৯টায় চট্টগ্রামে প্রত্যাবর্তন করবে বলে আশা করছে কোস্ট গার্ড।

৩) জাহাজের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন শেখ মোহাম্মদ জসিমুজ্জামানের নেতৃত্বে সফরে রয়েছেন কোস্ট গার্ডের ১২ জন কর্মকর্তা, ১০৬ জন নাবিক এবং ১১ জন অসামরিক ব্যক্তি।

৪) পোতাশ্রয় ত্যাগকালে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জাহাজে কর্মরত সকল অফিসার ও নাবিকবৃন্দের পরিবার বিসিজি বার্থ পতেঙ্গায় উপস্থিত থেকে প্রিয়জনদের বিদায় জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment