নারীর গর্ভে দুই পুরুষের যমজ সন্তান!

নারীর গর্ভে দুই পুরুষের যমজ সন্তান!

এ এক বিরল ঘটনা। প্রতি দশ লাখ গর্ভবতী নারীর মধ্যে একজনের ভাগ্যে এমন ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেটি ঘটল চীনের ফুজিয়ান প্রদেশের জিয়েমেন শহরের এক নারীর ক্ষেত্রে।

ডেইলি সাবাহ জানিয়েছে, বুধবার বাচ্চাদের ডিএনএ টেস্ট করার পর ঘটনাটি সামনে আসে। নবজাতকদের জন্মনিবন্ধন করতে ওই নারী ডিএনএ টেস্ট করতে যান।

চিকিৎসকেরা দেখতে পান, দুই সন্তান দুই পুরুষের। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘হেটারোপটারনাল সুপারফেকানডেশন’।

ওই নারী প্রথমে অভিযোগ করেন, তার স্বামী ডিএনএ টেস্ট নিয়ে মিথ্যাচার করছেন। কিন্তু নিজের দাবিতে বেশিক্ষণ অনড় থাকতে পারেননি। পরপুরুষের সঙ্গে সম্পর্ক থাকার কথা একপর্যায়ে স্বীকার করতে বাধ্য হন।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই নারীর আসল স্বামী প্রথমে একদম আলাদা যমজ সন্তান দেখে অবাক হয়েছিলেন। তারপরও তিনি তাদের নিজের মনে করে নেন। কিন্তু এখন বলছেন, ‘আমি অন্য কারও সন্তানকে নিতে চাই না।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment