কারাবন্দি খালেদার মুক্তির দাবিতে আগামী রবিবার ৬ ঘণ্টার গণঅনশন

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রবিবার (৭ এপ্রিল) ৬ ঘণ্টার গণঅনশন করবে দলটির নেতাকর্মীরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই অনশনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, গণঅনশন কর্মসূচির জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি চেয়েছি। আশা করি, অনুমতি পাবো।

দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জান, আগামীকাল বুধবার (৩ এপ্রিল) সারাদেশে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল করবে বিএনপি।

চরম অসুস্থ অবস্থাতেও খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “সেই অবস্থায় তাকে গতকাল হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে আসা হয়েছে। সেখানে তিনি স্বস্তি বোধ করেননি। তাকে হুইল চেয়ারে করে হাসপাতালে এনেছেন। তিনি দাঁড়াতে পারেননি।”

মির্জা ফখরুল বলেন, “আমরা নিজেদের চোখে এ ঘটনা দেখেছি এবং তার সঙ্গে কথা বলেছি। তিনি খেতে পারছেন না। কারাগারে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। আমরা স্থায়ী কমিটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করে বারবার বলেছি, তার পছন্দ অনুযায়ী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হোক। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে পিজিতে (বিএসএমএমইউ) নিয়ে এসেছে। প্রমাণিত হয়ে গেছে, তিনি অত্যন্ত অসুস্থ। খালেদা জিয়ার রক্ত পরীক্ষা হয়েছে,সেখানে দেখা গেছে প্রতিটি পরীক্ষা তার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ।”

তিনি আরও বলেন, তাকে অবশ্যই মুক্ত করতে হবে।এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও একনায়ক সরকারকে সরাতে হলে একটি মাত্র পথ রয়েছে। আর তা হচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড.আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment