দোহারে জমি সংক্রান্ত বিরোধিতার জের ধরে রাত্রে বাড়ি ঘরে হামলা

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধিতার জের ধরে রাত্রে নির্মাধীন টিন কাঠের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছেন প্রতিপক্ষ দাবী বসবাসরত আতিকুজ্জামান খোকনের।এ ঘটনায় আতিকুজ্জামান খোকন দোহার থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,গত শনিবার রাত্রে উপজেলার কাজিরচর গ্রামের স’মিল ও খাল সংলগ্ন বসবাসরত আতিকুজ্জামান খোকনের নির্মানাধীন টিন কাঠের ঘরের চারটি দরজা ভেঙ্গে ঘরের আসবাবপত্র ও রঙ্গিন টেলিভিশন লুট করেন।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আতিকুজ্জামান খোকন জানান,প্রথমে ভেবেছিলাম ডাকাতদল হামলা করেছে।বিষয়টি দোহার থানায় লিখিত অভিযোগ করলে পরে বুঝতে পারি ডাকাতদল হামলা চালায় নি। বেশ কিছুদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিলো প্রতিবেশী লুবনা গংয়ের সাথে।এ বিষয় নিয়ে আদালতে পাল্টাপাল্টি দুটি জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে।তারপরেও প্রতিপক্ষ রাতের আধারে হামলা চালিয়ে টিন কাঠের ঘরের চারটি দরজা ভেঙ্গে ঘরের আসবাবপত্র ও রঙ্গিন টেলিভিশন লুট করেন।এতে আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে দোহার থানার সেকেন্ড অফিসার সমৈন মিত্র জানান, কাজিরচর গ্রামের স’মিল ও খাল সংলগ্ন বসবাসরত আতিকুজ্জামান খোকনের নির্মানাধীন টিন কাঠের ঘরের চারটি দরজা ভেঙ্গে ঘরের আসবাবপত্র ও রঙ্গিন টেলিভিশন খোয়া যাওয়ার একটি অভিযোগ করেন খোকন।তদন্তে জানা যায়,জমি সংক্রান্ত বিরোধ চলছিলো প্রতিবেশী লুবনা গংয়ের সাথে। আদালতে পাল্টাপাল্টি দুটি জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে।ধারনা করা হচ্ছে জমিতে বসবাসের কারনে প্রতিপক্ষ লুবনা গং খোকনের নবনির্মিত টিন কাঠের ঘরে হামলা চালিয়ে ক্ষতিসাধন করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment