বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ

নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে বিজেপি। সোমবার (৮ এপ্রিল) ভারতের নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহসহ দলের শীর্ষ নেতারা।

গুজরাতের গাঁধীনগর কেন্দ্রের দীর্ঘ দিনের সাংসদ লালকৃষ্ণ আডবাণীকে এবার প্রার্থী করেনি দল। তা নিয়ে বিজেপির ‘লৌহপুরুষ’ নিজের ব্লগে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রার্থী না করায় ক্ষুব্ধ মুরলী মনোহর জোশীও। ইশতেহার প্রকাশের আগে তাই দলের এই দুই প্রতিষ্ঠাতা সদস্যের সঙ্গে অমিত শাহ আলাদা করে কথা বলেছেন বলে বিজেপি সূত্রে খবর।

বিজেপির ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘সঙ্কল্প পত্র’। পাশাপাশি রোববারই (৭ এপ্রিল) কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা অরুণ জেটলি জানিয়েছিলেন, এবার দলের স্লোগান ‘ফির এক বার, মোদি সরকার’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য

• আগামী পাঁচ বছরে দেশ কোন পথে এগোবে, সেটাই বোঝানোর চেষ্টা করলাম

• গ্রাম, শহরের সমান উন্নয়নে জোর দিতে হবে

• সততার প্রতিষ্ঠা করে দুর্নীতিমুক্ত করতে হবে

• ২০৪৭ সালে ভারতের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে, সেই সময় দেশ যে উন্নয়নের স্তরে যাওয়ার কল্পনা রয়েছে, ২০২৩ সালেই সেটা করতে হবে

• স্বাধীনতার ৭৫ বছর আমাদের জন্য নতুন প্রেরণা হতে পারে

• এটা দেশের সুরক্ষা পত্র, এটা সম্মান পত্র, দেশের উন্নয়ন পত্র

• সব বিষয়ে এই সংকল্প পত্র নজর দিয়েছে

• কৃষকদের জন্য পেনশন, দিনমজুরদের জন্য পেনশনের ব্যবস্থা করা হয়েছে

• সেই আবেদনে বহু মানুষ সাড়া দিয়েছেন

• সচ্ছ্বল প্রবীণদের রেলের টিকিটে ছাড় না নিতে আর্জি জানিয়েছিলাম

• ১২৫ কোটি মানুষের বাড়িতে গ্যাস পৌঁছে গেছে

• গরিবের ক্ষমতায়নে কাজ করছি আমরা

• স্বচ্ছ ভারত অভিযান এক গণ আন্দোলনে পরিণত হয়েছে

• স্বচ্ছ ভারত অভিযানে সারা দেশের সব মানুষের সমর্থন মিলেছে, সংবাদ মাধ্যমের সাহায্য মিলেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ

• পশ্চিমী ভারত ও পূর্ব ভারতকে সমান শক্তিশালী করার চেষ্টা করেছি

• আমাদের দেশে নদীর তীরে প্রচুর মৎস্যজীবী বসবাস করেন

• এই সমস্যার সমাধানে আমরা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে আলাদা একটি মন্ত্রণালয় করা হয়েছে

• আগামী দিনে ভারতের সামনে বহু চ্যালেঞ্জ আসছে, যেমন খাবার পানি, রাজস্থান, গুজরাত, তামিলনাড়ুতে খাবার পানির সঙ্কট রয়েছে

• সব শ্রেণির, সব বয়সের মানুষকে গুরুত্ব দিয়েছি আমরা

• আমাদের সমাজে বৈচিত্র আছে— খাদ্য, পরিধান, ভাষা সবেতেই পার্থক্য আছে

• গণতান্ত্রিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া, সাধারণ মানুষের অংশিদারিত্ব বাড়ানোই আমাদের লক্ষ্য

• ৭৫ বছরে ৭৫ পদক্ষেপ করব

• জাতীয়তাবাদ আমাদের প্রেরণা, অন্ত্যোদয় আমাদের দর্শন, এবং সুশাসন আমাদের মন্ত্র

• ইশতেহারে তিনটি প্রধান বিষয়ের উল্লেখ করা হয়েছে

• এই পরিশ্রমের জন্য এই দলকে আমি ধন্যবাদ দিতে চাই

• রাজনাথ সিংহর নেতৃত্বে গত কয়েক মাস ধরে দলের নেতাকর্মীরা বিপুল পরিশ্রম করেছেন

• ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দলই একটি ইশতেহার বা প্রতিশ্রুতি পত্র নিয়ে আসে

• গত পাঁচ বছরে আমরা যে সহযোগিতা পেয়েছি, তার জন্য দেশবাসী এবং সংবাদ মাধ্যমকে ধন্যবাদ

সুষমা স্বরাজের বক্তব্য

• আমরা দেশকে পুরো সুরক্ষিত করার কাজ করছি

• অথচ বিরোধীরা তাঁর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করেন

• সারাদেশের সঙ্গে প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছেন

• প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে

• সৌদি আরব প্রধানমন্ত্রীকে সে দেশের সবচেয়ে বড় সম্মান দিয়েছে

• সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল ‘জন ধন যোজনা’

• এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যা আন্তর্জাতিক বিশ্বে প্রশংসা কুড়িয়েছে

• আমরা শুধু ঘোষণা নয়, সংকল্প পূরণ করার প্রতিজ্ঞা করছি

• সংবাদ মাধ্যমকে অনুরোধ, আমাদের দল এবং অন্য দলের ইশতেহারের তুল্যমূল্য আলোচনা করুন

যা বললেন অরুণ জেটলি

• বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান অত্যন্ত শক্তিশালী হয়েছে

• গত পাঁচ বছরে শুধু নিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধিই ছিল না, আয়কর কখনই বাড়েনি, কমেছে

• আগের সরকারের তুলনায় অনেক বেশি মূল্যবৃদ্ধি ছিল

• এই সরকারের সময়ে মূল্যবৃদ্ধি সবচেয়ে কম

• কিন্তু সেই সময়ই মোদীর নেতৃত্বে একটি আশার আলো দেখতে পেয়েছিলেন সাধারণ মানুষ

• ২০১৪ সালে অনেক ইস্যু নিয়ে নির্বাচন হয়েছিল, সিদ্ধান্তহীনতা, দুর্বল সরকার, দুর্নীতি ইত্যাদি

• গোটা দেশের কথা মাথায় রেখে এই ইশতেহার তৈরি হয়েছে রাজনাথ সিংহর নেতৃত্বে

• টুকরো টুকরো ভাবনার সংকলন নয় এই ইস্তাহার

• গত পাঁচ বছরে সবচেয়ে ভালো পারফর্ম করা সরকার ছিল

• ২০১৪ সালেও আমরা একটি নির্বাচনী ইস্তাহার দিয়েছিলাম

রাজনাথ সিংহর বক্তব্য

• মুসলিম মহিলাদের জন্য আমরা ন্যায়বিচার সুনিশ্চিত করব

• প্রতিটি মানুষের বাড়ি থেকে ৫ কিলোমিটারের মধ্যে এটিএম থাকবেই

• সব শিশুর টিকাকরণের ব্যবস্থা থাকবে

• ২০২২ সালে কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে

• প্রতি ১০০ জনে একজন চিকিৎসক তৈরির চেষ্টা চলবে

• চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে

• ৭৫টি মেডিক্যাল ও স্নাতকোত্তর মেডিক্যাল কলেজ তৈরি করা হবে

• জাতীয় সড়ক দ্বিগুণ করা হবে

• সব বাড়িতে শৌচালয়, খাবার পানি পৌঁছে দেওয়া হবে

• সব পরিবারে অর্থাৎ ১০০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে

• গ্রামের গরিব মানুষদের আরও বেশি করে এলপিজি কানেকশন দেওয়া হবে

• আইন কলেজগুলোতে আসন আরও বাড়ানো হবে

• সেচ প্রকল্পের উপর বিরাট গুরুত্ব দেওয়া হয়েছে

• সেই উপলক্ষে ৭৫টি পর্যায় তৈরি করা হয়েছে

• ২০২২ সালে দেশে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হবে

• কেন্দ্র ও রাজ সরকারগুলির মধ্যে সমন্বয় আরও বাড়ানোর জন্য সব রকম চেষ্টা করা হবে

• কৃষকদের পেনশনও দেওয়া হবে

• এই প্রকল্পের সুবিধা শুধু গরিব কৃষক নয়, সব কৃষকই পাবেন

• কিষাণ সম্মান নিধি চালু করেছিলেন প্রধানমন্ত্রী

• ২৫ লক্ষ কোটি গ্রামীণ উন্নয়নে খরচ করা হবে

• বিজেপি বিশ্বাস করে, যতদিন দেশে কষকদের উন্নতি হবে না, ততদিন দেশও পিছিয়ে থাকবে

• অনুপ্রবেশ রুখতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে

• নাগরিকপঞ্জী সংসদের দুই কক্ষেই পাশ করব এবং দেশে কার্যকরী করবই

• সারা বিশ্বে ভারতকে তিন নম্বর শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য

• স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি অর্থাৎ ২০২২ সালের কথা মাথায় রেখে ৭৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে

• সোশ্যাল মিডিয়াতেও সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছনোর চেষ্টা করেছি

• ভারতের মনের কথা জানতে একটি দীর্ঘ কার্যক্রম করা হয়েছে, কোটি কোটি মানুষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে

• আমাদের সরকার সাধারণ মানুষের অংশগ্রহণকে প্রাধান্য দেওয়া হয়েছে

• একাধিক কমিটি গঠন করা হয়েছে, তাদের রিপোর্টের ভিত্তিতেই বাস্তবসম্মত ইশতেহার তৈরি হয়েছে

• ‘সংকল্প পত্র’কে বহুমুখী করতে ১২টি শ্রেণির কাছে গিয়ে তাঁদের মতামত নেওয়া হয়েছে

• প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতি ইশতেহার প্রকাশ করেছেন

বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।

• বক্তব্য রাখছেন অমিত শাহ

• ‘ফির এক বার মোদি সরকার’ এই স্লোগান সারাদেশে পৌঁছে দিন

• এবারও আপনারা ভোট দিন, আমরা একটা মজবুত সরকার গঠন করব

• যে আশা নিয়ে ভোট দিয়েছিলেন, তা পূরণ হয়েছে

• ২০১৪ সালে আপনারা মোদীকে ভোট দিয়েছিলেন

• এবারের লোকসভা নির্বাচন সাধারণ মানুষের অপেক্ষার নির্বাচন

• দেশের সুরক্ষার জন্য মোদি সরকার সব রকম কাজ করেছে

• দেশের জনগণ মোদি সরকারের উপর আস্থা রেখেছেন

• ইউপিএ জমানায় যে হতাশা সৃষ্টি হয়েছিল, তা মুক্ত হয়েছে

• সারাবিশ্বে ভারত মহাশক্তি হিসেবে উঠে এসেছে

• একটিও দুর্নীতির অভিযোগ পর্যন্ত ওঠেনি বিজেপির পাঁচ বছরের জমানায়

• দেশবাসী গৌরববোধ করছে

• সারা বিশ্বে ভারতের গৌরব আরও বেড়েছে, ভারতকে সবাই সমীহ করছে

• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অর্থনীতি শক্তিশালী হয়েছে

• ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, গ্যাস পেয়েছেন গরিব মানুষ

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment