দোহারে পহেলা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪২৬ এর পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে আটটায় দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগির হোসেন।অনুষ্ঠানের প্রথমেই পানতা ভাত, ভর্তা, ভাজী ও মাছ খাওয়ার সাথে উৎসবের এ দিনটির শুভ সকালের সূচনা করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।পরে বিশ্ব বাঙ্গালীর মঙ্গল কামনায় একটি মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলার প্রধান-প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা প্রাঙ্গনেই গাছের ছায়ায় সারাদিন ব্যাপি কুইজ প্রতিযোগিতা ও নাচে-গানে ভরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গানে অংশ গ্রহণ করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী ও কলাকৌশলীরা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন,দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, ওসি (তদন্ত)মো.ইয়াসিন মুন্সী,উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, উপজেলা মৎস কর্মকর্তা আঃ মান্নান, উপজেলার কুসুমহাটি ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন আজাদ, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামিম আহম্মেদ হান্নান, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উওদ্দিন সোহাগ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেন, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, পৌর কাউন্সিলর আলমাছ কমিশনার, উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী, উপজেলা শিল্পকলা একাডেমীর সকল শিক্ষার্থী, কলাকৌশলীরা ও উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রানের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষ্যে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment