শেখ হাসিনা জেগে থাকেন বলে সতেরো কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমায়’

তেরো কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর জেগে থাকেন বলে। নতুন বছরে বাংলাদেশের নতুন কোন দুর্ভাবনা নেই।’ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এসব কথা লিখেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি এখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। সেখান থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখা এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (১৩ এপ্রিল) তিনি এসব কথা লেখেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তায় ওবায়দুল কাদের বলেন, লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়। ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের ডানা মেলে। তবুও… শুভ নববর্ষ।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment