তিন চাকার মোটরসাইকেল নিয়ে আসছে হোন্ডা

সম্পূর্ণ নতুন ডিজাইনের মোটরসাইকেল নিয়ে এল জাপানের জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হোন্ডা। হোন্ডা নিওউইং মোটরসাইকেলের সামনে দুটি, পিছনে একটি চাকা থাকছে।

২০১৬ সালে এই মোটরসাইকেলের পেটেন্ট ফাইল করেছিল জাপানের কোম্পানিটি। ২০১৯ সালের ২০ মার্চ পটেন্ট গৃহীত হয়েছে। এই মোটরসাইকেলে থাকতে পারে একটি ভি-টুইন ইঞ্জিন।

তবে এই মোটরসাইকেলে ইলেকট্রিক মোটর ব্যবহার করতে পারে হোন্ডা। কবে এই মোটরসাইকেল তৈরি শুরু হবে তা জানায়নি প্রতিষ্ঠানটি। তবে পেটেন্ট স্বীকৃতি পাওয়ায় পরে এই মোটরসাইকেল তৈরিতে আর দেরি করবে না জাপানের কোম্পানিটি।

বর্তমানে একটি মাত্র তিন চাকার মোটরসাইকেল রয়েছে বাজারে। এটি ইয়ামাহা নিকেন। এই মোটরসাইকেলে রয়েছে তিনটি চাকা। এই মোটরসাইকেলে শক্তি যোগায় একটি ৮৪৭ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১১.৮ বিএইচপি শক্তি এবং ৮৭.৫ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment