জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সিভিল সার্জন নওগাঁ’র মহতি উদ্দ্যোগ

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অংগীর্কাড়” শ্লোগানকে সামনে রেখে গত ১৬ এপ্রিল সকাল ১০ ঘটিকায় নওগাঁ জেলা প্রশাসক এরসভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ -২০১৯্উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধন অনুষ্ঠান প্রচারিত হয়।উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদযাপনেরসদস্যবৃন্দ, চিকিৎসক, কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ। জেলার স্বাস্থ্য বিভাগ জাতীয়স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ সঠিকভাবে মনিটরিং করার জন্য মনিটরিং টিম গঠন করাহয়। এরপর বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিস্কার পরিছন্নতা ব্যাপারে অভিযান এরপাশাপাশি সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের প্রামান্য চিত্র তুলে ধরা হয়। প্রদর্শন শেষেবেলা ১১ ঘটিকায় জেলা পর্যায়ের জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর শুভ উদ্বোধন করাহয়। স্বাস্থ্য সেবা সপ্তাহের ২য় দিনে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকরে। জেলার স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জনের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন সকল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী,মেডিকেল কলেজের ছাত্রছাত্রী,নার্সিং ইন্সটিটিউটের ছাত্রীরা। র‌্যালি শেষে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়কআলোচনা করা হয়।স্বাস্থ্য সেবা সপ্তাহের ৩য় দিনে ও নানা আলোচনা সভা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নেসেবাদাতা ও সেবা গ্রহীতাবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি চলেবিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সকল হাসপাতালের বহিবিভাগে বিশেষ চিকিৎসা সেবাপ্রদান। এছাড়াও দেখা যায়, কমিউনিটি ক্লিনিকের অবদান শীর্ষক আলোচনা সভা।সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক, উপ পরিচালক পরিবার পরিকল্পনাড. আমিনা কুস্তুরী কুইন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহিদ নজরুল,সহকারী উপ পরিচালক, পরিবার পরিকল্পনা ডাঃ কামরুল আহসান টিপু ও সকল চিকিৎসককর্মকর্তা ও কর্মচারীসহ কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি’রা)প্রমূখ।স্বাস্থ্য সেবা সপ্তাহের ৪র্থ দিনে ও চলছে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ওব্যক্তিদেরদের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান এবং মানসিক স্বাস্থ্য বিষয়কআলোচনা, স্বেচ্ছায় রক্তদান ও অঙ্গ প্রত্যঙ্গ দানে উদ্ধুদ্ধকরণ বিষয়ক আলোচনা, স্বাস্থ্যসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্কুলে হেলথ্ধসঢ়; প্রোগ্রাম আয়োজন এবং লিফলেটবিতরণ। চিকিৎসা সেবায় নৈতিকতা এবং স্বাস্থ্য সেবার মানউন্নয়নে গৃহীতউদ্ভাবনী কার্যক্রম ও সেরা অনুশীলন ভাগ বিষয়ক আলোচনা।এছাড়াও আরোও দেখা যায় বেসরকারী ক্লিনিক গুলোতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর ব্যানার, পরিস্কার পরিছন্নতা ও সেবা দেওয়ার তৎপরতা।সিভিল সার্জন নওগাঁ, ডাঃ মোঃ মুমিনল হক সমাপনী বক্তব্যে বলেন, জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯ এর শ্লোগান কে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে এবং স্বাস্থ্যসেবা সাধারণজনগনের কাছে পৌঁছে দিতে আমাদের স্বাস্থ্যসেবা দাতা এবং প্রতিষ্ঠান একযোগেনিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। যার ফলে খুব সহজেই প্রান্তিক জনগন হাতের নাগালেইস্বাস্থ্যসেবা পাচ্ছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment