লন্ডনের আইন আমাদের দেশের মতো ব্যক্তির ইচ্ছায় চলে না, বললেন ব্যারিস্টার কায়সার

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার বলেন, লন্ডন-আমেরিকা আমাদের দেশের মত আইন বিহীন রাষ্ট্র নয়, সেখানে সবাইকে দেশের আইনকানুন মেনে চলতে হয়। সেখানে আইন সবার জন্য সমান। শুক্রবার ডিবিসি’র সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লন্ডনে তারেক রহমানের যে অ্যাকাউন্টটা আছে সেটা ঐ দেশের আইনের প্রক্রিয়ায় চলছে এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। আর ওখানে যদি ফ্রিজ হয়ে থাকে সেটা আইনি প্রক্রিয়ায় হয়েছে। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ থেকে আদালতের একটা আদেশ পেয়ে কী করতে পারবে? এখানে সরকার তারেক রহমানের ইমেজটা নষ্ট করার জন্য দুদককে ব্যবহার করছে।

তিনি আরো বলেন,  তারেক রহমান সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন। এতে কর্মীরা উজ্জীবিত হচ্ছে এবং বিএনপি সংগঠিত হচ্ছে বলে বাধাগ্রস্থ করার জন্য এবং ওনার কাজ ও ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য সরকার তার ক্ষমতা ব্যবহার করে, আদালত ব্যবহার করে মানুষের মনে ধোয়াশা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment