ট্রাফিক আইন অমান্যে একদিনে ৬ হাজার মামলা

: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫হাজার ৯৯৮টি মামলা ও ৩০লাখ ৩৩হাজার ৮৫০টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ৩৮টি গাড়ি ডাম্পিং ও ৭৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার সারাদিনের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযানকালে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ১১৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করায় ২টি, উল্টোপথে গাড়ি চালানোয় ১হাজার ৪৪২টি গাড়ির বিরুদ্ধে মামলা, মাইক্রোবাসে কালো গøাস লাগানোয় ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এছাড়া ট্রাফিক আইন অমান্য করায় ২হাজার ৩০৮টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯৫টি মোটর সাইকেল আটক করা হয়। সেইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ৯টি মামলা দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment