চার হলে দোয়েলের ‘আলফা’

অবশেষে মুক্তি পেয়েছে দোয়েল ম্যাশ অভিনীত সিনেমা ‘আলফা’। এটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। রাজধানীর বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স ও শ্যামলী সিনেমায় এবং ঢাকার বাইরে চট্টগ্রাম মিনিপ্লেক্সে মুক্তি পেয়েছে এই ছবিটি।

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনী। এখানে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী আলমগীর কবির, দোয়েল ম্যাশ। এ ছাড়া আরও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। প্রধান চরিত্রদের ছাড়া অন্য অভিনয় শিল্পীদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে।

ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment