দোহার উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 আবুল হাশেম ফকির

ঢাকা জেলার দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, নিজে দূর্ণীতি করবোনা, দূর্ণীতি মানবোনা। এমন প্রতিপাদ্য নিয়ে আলোচনায় আলমগীর হোসেন বলেন। দূর্ণীতি হছে দেশ উন্নয়নের শত্রু। বিগত বছরগুলোতে ও সরকারের আমলে দূর্ণীতিতে ছেয়ে গিয়েছিল, তাই দেশ আন্তর্জাতিক অঙ্গনে চ্যাম্পিয়ন হয়েছিল। পাশাপাশি দেশ পিছিয়ে পড়েছিল, আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় বাংলাদেশ বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাড়িয়েছে, দেশও এগিয়েছে। তাই আসুন আমরা দোহার থেকে দূর্ণীতি শব্দটি মুছে ফেলে ও ভুলে গিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রোলমডেল বাংলাদেশের আগামী প্রজন্মের কাছে একটা ইতিহাসের পাতায় স্মৃতিচারণ করে রাখি। এসময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, দূর্ণীতি দমন কমিশন ঢাকা বিভাগীয় পরিচালক আক্তার হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন,আলোচক দূর্ণীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মো.ইব্রাহীম,দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ মো.জসিম উদদীন, পৌরসভার প্রধান প্রকৌশলী মো.মশিউর রহমান,উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলার মুক্তিযুদ্ধ বিষয়ক কমন্ডার মো. রজ্জব মোল্লা,ইউনিয়নের চেয়ারম্যানগন এ ছাড়ারও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন, স্কুল কলেজের প্রধানগন, ব্যাংক, বিমা, এনজিও, বাজার কমিটির প্রধানগন। সভাটি সঞ্চালনায় ছিলেন ইকরাশী আদর্শ উচ্চ বিদবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একলাল উদ্দিন আহমেদ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment