ভালুকায় কারখানা কতৃক পরিবেশ দূষণের প্রতিবাদে এলাকাবাসীর মানব বন্ধণ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডষ্টোর বাজার পশ্চিম পাড়া (মধু মার্কেট) সংলগ্ন মাফি মান্নি এগ্রো ইন্ডাষ্টিজ এর কালো ধোঁয়া ও ছাইয়ে পরিবেশ দূষণ ও ফিড মিল স্থাপনের প্রতিবাদে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রবিবার (২৮এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় সান রাইজ প্রিক্যাডেট মডেল স্কুল, নক্ষত্র ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকার কয়েকশত নারী-পুরুষ মনববন্ধনে অংশনেয়। এসময় উপস্থিত ছিলেন মিনার হোসেন, আফাজ উদ্দিন শেখ, আমিনুল ইসলাম সবুজ, রেজাউল আলম, মাহাবুব আলম, বুলবুল আহম্মেদ, মধু মিয়া প্রমুখ।

এলাকাবাসীর অভিযোগ মাফি মান্নি এগ্রো ইন্ডাষ্টিজ মলিক স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক স্বপন দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় একটি রাইজ মিল স্থাপন করায় এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। মিল থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাই আশপাশের ঘর-বাড়িতে পড়ে জনজীবনে অস্বস্তি তৈরি করে। বারবার প্রতিবাদ করে কোন প্রতিকার পাননি। সম্প্রতি একই স্থানে মিল মালিক আরও একটি ফিড মিল স্থাপনের পরিকল্পনা নিয়েছে। যা এলাকার জীবন যাত্রা সম্পুন্ন ব্যাহত হবে।

এব্যাপারে মিল মালিক জানান, তিনি সম্পুর্ন বৈধ ভাবে পরিবেশ সম্মত পদ্ধতিতে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে একটি রাইস মিল স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে তিনি প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে চীন থেকে মেশিন আমদানী করে একটি অত্যাধুনিক গো-খাদ্যের কারখানা স্থাপন শুরু করেছেন।তার কারখানা থেকে কোন কলো ধোঁয়া ও ছাই নির্গত হয়না।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment