‘‘ঈদ-উল ফিতরের শুভেচ্ছা নিন, ৫ তারিখের মধ্যে ভাড়া দিন’

আজ শুক্রবার থেকে ঈদের টানা ৯ দিন ছুটি ছুটি শুরু হয়ে গেছে । ইতোমধ্যে মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছেন। ছুটি শেষ হবে ৯ জুন।

১০ তারিখ ঢাকায় ফিরবেন মানুষজন। তবে হয়তো অনেকের আরো দেরি হতে পারে। এই দেরি হওয়ার শঙ্কায় রাজধানীর বাসাবাড়ির মালিকরা জুন মাসে ভাড়া আদায়ের সময়সীমা এগিয়ে এনেছেন।

বেশিরভাগ ক্ষেত্রে মাসের ১০ তারিখ ভাড়া দেয়ার শেষ দিন হলেও জুন মাসে তা অনেকে ৫ তারিখ করেছেন। কেউ ভাড়াটিয়াদেরকে ৫ জুনের মধ্যে ভাড়া আদায় করতে মৌখিকভাবে বলছেন। আবার কেউ কেউ লিখিত নোটিশ ঝুলিয়ে দিয়েছেন বাসার গেটে!

এরকম একটি নোটিশ দেখা গেছে ফকিরাপুলের একটি বহুতল ভবনের গেটে। তাতে লেখা রয়েছে, ‍‘ঈদ-উল ফিতরের শুভেচ্ছা নিন। জুন মাসের ভাড়া ১ থেকে ৫ তারিখের মধ্যে পরিশোধ করুন- আদেশক্রমে কর্তৃপক্ষ।’

আপনি আরও পড়তে পারেন