সাভারে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

সাভারে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুড়াল দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে এক স্বামী। মঙ্গলবার বিকালে সাভারের বিরুলিয়ার আকরাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাজমা আক্তার (৩৩)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার পুটিজানা গ্রামে। এই ঘটনায় ঘাতক স্বামী সুরুজ্জামান বকুলকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বিরুলিয়ার আকরাইন এলাকার হাসমত আলীর বাড়িতে ভাড়া থেকে পোশাক-কারখানায় কাজ করতো নাজমা আক্তার । মঙ্গলবার বিকাল ৫টার দিকে স্বামী সুরুজকে গ্রামের বাড়ির জমি তার তিন মেয়ের নামে লিখে দেওয়ার কথা বলে নাজমা আক্তার। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে কাঠমিস্ত্রি স্বামী সুরুজ্জামান ক্ষিপ্ত হয়ে তার ব্যবহৃত ধারালো কুড়াল দিয়ে স্ত্রী নাজমা আক্তারের ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা সুরুজকে আটক করে ঘটনাটি পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিরুলিয়া ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরুজ্জামানকে আটক করে। সুরুজ্জামান ময়মনসিংহের ফুলবাড়িয়ার পুটিজানা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর আলী জানান, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটককৃত স্বামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

আপনি আরও পড়তে পারেন