সাভারে ডাকাত দলের ‘গোলাগুলিতে’ নিহত ১

সাভারের মরাগাং এলাকায় দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় একজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর আড়াইটার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাং এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাঙ্গ এলাকায় যায় পুলিশের একটি দল। পরে সেখান থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাসুদ বলেন, রাতে পুলিশ এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার বুকে ক্ষত চিহ্ন দেখা গেছে। কিন্তু সেটি গুলি কিনা বিষয়টি ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, নিহত ডাকাত সদস্যের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে নিহতের নামপরিচয় জানার চেষ্টা চলছে।

আপনি আরও পড়তে পারেন