নতুন ‘অবতারে’ হাজির হচ্ছেন মাহি (ভিডিও)

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি হাজির হচ্ছেন নতুন ‘অবতারে’। ১৯ জুন মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘অবতার’। মাহমুদ হাসান শিকদার পরিচালিত সিনেমাটি গত মার্চ মাসে সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়।দেশ রূপান্তরকে পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, ‘১৯ জুলাই মুক্তির তারিখ ঠিক করেছি। কয়েক সপ্তাহের মধ্যে অনলাইনে সিনেমার টিজার প্রকাশ করব। আশা করছি দর্শকদের ভালো লাগবে সিনেমাটি।’

ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন নবাগত জে এইচ রুশো। এ ছাড়া আমিন খান, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত-সহ আরও অনেকে অভিনয় করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে ‘অবতার’ ছবির শুটিং শুরু হয়। শুটিং শেষ হতে হতে সময় লেগে যায় পুরো এক বছর। ২০১৮ সালের ডিসেম্বরে ছবিটির সব কাজ শেষ করে আনেন পরিচালক। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই। প্রযোজনা করছেন সাগা এন্টারটেইনমেন্ট।

আপনি আরও পড়তে পারেন