দাম কমবে যেসব পণ্যের

একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট অধিবেশন শুরু হয়। বাংলাদেশ নিয়ে একটি প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে বাজেট উত্থাপন শুরু হয়।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী দাম কমতে পারে, রপ্তানিমুখী পোশাক, ক্যানসারের ওষুধ, লিফট, অগ্নিনির্বাপক যন্ত্রাংশ, স্বর্ণ, রড দেশে তৈরি ফ্রিজ ও তথ্য প্রযুক্তিসেবা।

এর আগে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বৈঠকে আসন্ন ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অনুমোদন দেওয়া হয়।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এটেই প্রথম বাজেট।

আপনি আরও পড়তে পারেন