চালুর দিনই বন্ধ হয়ে গেছে সৌদির হালাল নাইটক্লাব

চালুর দিনই বন্ধ হয়ে গেছে সৌদি আরবের আলোচিত হালাল নাইটক্লাব। বৃহস্পতিবার এটি চালুর পরপরই বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করায় নাইটক্লাবটিকে বন্ধ করে দেয়া হয়েছে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম এরাবিয়ান বিজনেস এক প্রতিবেদনে জানিয়েছে, নাইটক্লাব ব্র্যান্ড ‘হোয়াইট’ জেদ্দায় তাদের একটি শাখা চালু করতে চেয়েছিল। এজন্য সব প্রস্তুতিও সম্পন্ন হয়।

শেষ পর্যন্ত উদ্বোধনের দিন মার্কিন গায়ক নে-ইয়ো আসার আগেই এটি বন্ধ ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ। এর আগে গত সপ্তাহে সৌদিতে হালাল নাইটক্লাব চালু সম্পর্কিত খবর জানায় হোয়াইট।

আপনি আরও পড়তে পারেন