নবাবগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে কৃষকের ঋণের ধান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাঠালীঘাটা এলাকায় অগ্নিকান্ডে বসতঘরসহ কৃষকের ঋণ করা মজুতকৃত ধান পুড়ে গেছে। সোমবার ভোরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা যায়। এতে ১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়ভাবে জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে জলিল ভূইয়ার পুত্রবধূ সেলিনা আক্তার ঘরে আগুন জ¦লতে দেখেন। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। মুহুর্তে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। পরে দোহার ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে একটি একচালা ঘরের আংশিকসহ ঘরে থাকা ৫০মণ ধান ক্ষতি হয়েছে। যার মূল্য ১লক্ষাধিক টাকা। জলিল ভূইয়া জানান, ধান লাগানোর সময় প্রতিবেশি ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ এনে ধান আবাদ করেছিলাম। ধান বিক্রি করে ঋনের টাকা পরিশোধ করার কথা ছিল। পরিবার নিয়ে বিপাকে পড়ে গেলাম। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাহউদ্দিন মনজুকে এবিষয়ে জানানো হলে তিনি খোঁজ নেয়া হবে বলে জানান।

আপনি আরও পড়তে পারেন