আসামি নিয়ে ফেরার পথে আত্মঘাতী পুলিশকর্মী

কর্তব্যরত অবস্থায় আসামি নিয়ে ফেরার সময় নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশ কর্মী। গতকাল মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে ঘটেছে এ ঘটনা। নিহত তরুণ মান্ডি পুলিশের কনস্টেবল ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, গতকাল মঙ্গলবার প্রিজন ভ্যানে করে সহকর্মীদের সঙ্গে ফিরছিলেন তরুণ। বিদ্যাসাগর সেতুতে টোলপ্লাজার কাছে আসতেই ভ্যানের মধ্যেই নিজের সার্ভিস রিভলবার থেকে আচমকাই গুলি চালান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জিনিউজ আরও জানিয়েছে, গুলি চালানোর আগে বাড়িতে ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলেন রিজার্ভ ফোর্সের ওই কনস্টেবল। ফোনে ৩৮ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমায় আর পাবে না।’

এদিকে পুলিশ কর্মকর্তার এমন মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মানসিক অবসাদ থেকে তিনি এই কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।  ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনি আরও পড়তে পারেন