প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে নবাবগঞ্জে ঢাকা জেলা তথ্য অফিসের সংবাদ সম্মেলন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সংবাদ সম্মেলন করেছে ঢাকা জেলা তথ্য অফিস। গতকাল বুধবার দুপুরে বক্সনগর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ঢাকা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বর্তমান সরকারের টেকসই উন্নয়ন ও ভিশন-২০২১’র সরকার প্রধান যে ১০টি উদ্যোগ “একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, ও পরিবেশ সুরক্ষা” বিষয়ে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, বক্সনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সফিউদ্দিন, নারী নেত্রী মাধুরী বণিক, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল আলীম, আমজাদ হোসেন লাভলু, এম এ মান্নান প্রমূখ। এর আগে এলাকার সুধীসমাজ, সামাজিক, রাজনীতিকসহ নানা শ্রেণিপেশার লোকদের নিয়ে আলোচনা সভা করা হয়।

আপনি আরও পড়তে পারেন