জগন্নাথপুর -তেলিকোনা সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ,জনগণের ভোগান্তি

 মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুর -তেলিকোনা সড়কের কলকলিয়ায় কালভার্ট ব্রীজের ফাটল ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়ে পড়েছে। আজ দুপুর থ থেকে এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জানাযায়, আজ ২০ শে জুন রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর –তেলিকোনা সড়কের কলকলিয়া বাজার এলাকার আটপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম প্রান্তে অবস্থিত কালভার্ট ব্রীজের ফাটল ভেঙে পড়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে । যার ফলে এই সড়ক দিয়ে সরকারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে তেলিকোনা – জগন্নাথপুর – সুনামগঞ্জ ও সিলেটগামী যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন।এই দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে ,লেগুনা, সিএনজি ও অটোরিক্সার চালকরা যাত্রী সাধারণ এর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।যাত্রী সাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অত্র এলাকার সচেতন মহল। এ ব্যাপারে মুঠোফোনে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহ্ফুজুল আলম মাসুম বলেন, ব্রীজের ফাটল ও গর্তের সংবাদ পেয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, জনসাধারণ সহ যানবাহন চলাচলের লক্ষ দ্রুত গতিতে ব্রীজটি পূর্ণঃনির্মান করতে সর্বাত্মক চেষ্টা করা হবে এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ আমীর হোসেন ও কলকলিয়া ইউপি সদস্য মোঃ তারা মিয়া জানান, এই ব্রীজটির ভাঙ্গন পরিদর্শন করা হয়েছে। ব্রীজটি পূর্ণঃনির্মাণ প্রসেসিং চলছে। অচিরেই কাজ সম্পন্ন করা হবে।

আপনি আরও পড়তে পারেন