আমি মনে করতাম জিয়াউর রহমানের আরেক নাম ‘শহীদ’:মমতাজ

আওয়ামী লীগের সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামের আগে ‘শহীদ’ শব্দটি জিয়ার আরেকটি নাম বলে মনে করতেন ।

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সোমবার (২৪ জুন) এ কথা জানান তিনি। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এ সময় সভাপতিত্ব করেন।

মমতাজ বলেন, ‘জিয়াকে ‘শহীদ’ জিয়া বলা হয়। আমি যখন প্রথম প্রথম শহীদ জিয়া শুনতাম তখন আমার মনে হতো শহীদ বোধ হয় জিয়ার আরেকটি নাম। একজন মানুষের ২/৩টি নাম থাকে না।

আমি সেটা মনে করতাম। কারণ শহীদেরতো সংজ্ঞা আছে কোরআন হাদিসে। দেশের জন্য, যুদ্ধে যারা প্রাণ হারান তাদেরকে শহীদ বলা হয়। কিন্তু জিয়া কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন আমার জানা নেই’।

মমতাজ আরও বলেন, ‘বিকল্প ধারার সদস্য মাহী বি. চৌধুরী বলেছেন দেশে নারীর উন্নয়ন হয়েছে। কিন্তু নারীরা একটি বিষয়ে পিছিয়ে আছে, সেটা হলো দুর্নীতিতে। আসলে তিনি ঠিকই বলেছেন। বীজ যদি ভালো হয় গাছও ভালো হয়। আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন শেখ হাসিনা। তিনি দুর্নীতির প্রশ্রয় দেন না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে’।

আপনি আরও পড়তে পারেন