বগুড়ার শেরপুরে অবৈধ করাত কলের শব্দ দূষনে নাজেহাল শিশু শিক্ষার্থীরা

শেরপুর(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে রানীরহাট সড়কের নয়লাপাড়া এলাকায় অবৈধভাবেগড়ে ওঠা করাতকলের শব্দ দূষনে নাজেহাল হয়ে পরেছে নিকটবর্তীভিলেজ কেজি স্কুলের শিশু শিক্ষার্থীরা। এতে করে শিক্ষার পরিবেশসহঅসুস্থ্য হয়ে পরছে কমলমতি ওই শিক্ষার্থীরা। করাতকল মালিকের ভয়েকোন অভিযোগ দিতে পারছেনা স্কুল কর্তৃপক্ষ।ভিলেজ কে,জি স্কুলের প্রধান শিক্ষক পলাশ চন্দ্র জানান, উপজেলারবিশালপুর ইউনিয়নের রানীরহাট সড়কে নয়লাপাড়া গ্রামের রঞ্জিতবাবু বেশ কিছুদিন আগে ব্যবসার জন্য এখানে একটি করাতকলনির্মান করে। তার নিকটেই পূর্ব পাশে আমাদের ভিলেজ কে,জিস্কুলটি অবস্থিত। করাতকলের কাঠ ভাঙ্গার সময়কার বিকট শব্দেনাজেহাল হয়ে পরেছে কমলমতি শিক্ষার্থীরা। তাছারা লেখা পড়া বাদদিয়ে বেশিরভাগ সময় তারা করাতকলের দিকে তাকিয়ে তাদের কাজকরা দেখে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট সহ অসুস্থ্য হয়ে পরছে তারা।এ বিষয়ে করাতকল মালিক রঞ্জিতকে বলতে গেলে সে নানা রকম হুমকিধামকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে রঞ্জিতের সাথে কথা বললে তিনি জানান, আমারজায়গায় আমি ব্যবসা করছি। কার কি সমস্যা হলো এটা আমারদেখার বিষয় না। স’মিলের লাইসেন্স সম্পর্কে জানতে চাইলেতিনি মাথা নিচু করে থাকেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলীসেখ জানান, এই ধরনের ঘটনা আমার জানা নেই। আমার কাছেকেউ কোন প্রকার অভিযোগও দেয়নি। বিষয়টি খতিয়ে দেখেপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি আরও পড়তে পারেন