জামালপুরে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, আটক ৪

জামালপুরের মাদারগঞ্জে যৌতুকের মামলা করায় স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগীর বাবা জানান, ৫ বছর আগে মাজেমের সাথে মেয়ে ইয়াসমিনের বিয়ে হয়। সম্প্রতি তিন লাখ টাকা যৌতুক দাবি করে তার স্বামী। টাকা না পেয়ে ইয়াসমিনকে মারধর কোরে বাবার বাড়ি পাঠিয়ে দেয় মাজেম।

এ ঘটনায় ইয়াসমিন আদালতে যৌতুক মামলা দায়ের করে। এরই জেরে গত মঙ্গলবার স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। নির্যাতনের সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আপনি আরও পড়তে পারেন