রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মুন্না (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) রাত ১১টার দিকে খিলগাঁওয়ের ত্রিমোহনী ও মেরাদীয়া বাজারের মধ্যবর্তীস্থানে এ দুর্ঘটনা ঘটে।

মুন্নার দক্ষিণ বনশ্রী ৪ তলা মার্কেট এলাকায় একটি গাড়ির চাকায় পাম দেয়ার দোকান আছে। তিনি একই এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনেরা জানান, খিলগাঁও বনশ্রী মেরাদিয়া হাটসংলগ্ন রাস্তায় একটি ট্রাক মুন্নার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন