ক্যালিফোর্নিয়ায় ফের ভূমিকম্প

ফের তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়।

স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) রাত ৮টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ৩৫ ঘণ্টার ব্যবধানে এই ভূমিকম্পটি অনুভূত হলো। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯।

মার্কিন স্থানীয় গণমাধ্যম কেএনবিসি এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল সাউদার্ন ক্যালিফোর্নিয়ার রিডগেক্রেস্ট এলাকায়। কম্পনটি ৪০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে একই স্থানে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ক্যালিফোর্নিয়ায় এটি ছিল দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

৩৫ ঘণ্টার ব্যবধানে দুইবার ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল একই স্থানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল লস অ্যাঞ্জেলেস থেকে ২৪৫ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে রিডগেক্রেস্ট শহরে।

জানা গেছে, ভূমিকম্পের কারণে বেশ কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরে এবং কিছু কিছু এলাকায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। তবে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর ছিল স্বাভাবিক এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভূমিকম্পের পর ক্যালিফোর্নিয়ার জরুরি বিভাগের মুখপাত্র ব্র্যাড অ্যালেক্সান্ডার জানিয়েছিলেন, রিড রিডগেক্রেস্ট শহরে দমকলের বেশ কয়েকটি ইউনিট, উদ্ধার ও তল্লাশি দল মোতায়েন করা হয়েছে। সেখানে বেশ কিছু ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আপনি আরও পড়তে পারেন