নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

 দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা গ্রামে লতা মাঝি (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। লতা ঐ গ্রামের রাজিব মাঝির স্ত্রী এবং বারুয়াখালী ইউনিয়নের বড় কাউনিয়াকান্দি গ্রামের রতন সিদ্ধার মেয়ে। এ ঘটনায় পুলিশ রাজিব মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। লতা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানান, দেড় বছর আগে দোহার-নবাবগঞ্জ কলেজে দ্বিতীয় বর্ষে লেখাপড়া করা অবস্থায় লতার সাথে রাজিবের বিয়ে হয়। সে পাচঁ মাসের গর্ভবতী ছিলো। বৃহস্পতিবার শ^শুর বাড়ির লোকজনের সাথে লতার তর্ক বিতর্ক হয়। রাত ১০টায় তাকে শ^শুর বাড়ির লোকজন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঐ সময়ে কর্তব্যরত চিকিৎসক লতাকে মৃত ঘোষণা করে বলে আমরা জানতে পারি। শ^শুর বাড়ির লোকজনদের দাবি, লতা রাত ৯টার সময় হঠাৎ গলায় কাপড় ঁেপচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মুন্সি আশিকুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন