নিকলীতে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

 হিমেল আহমেদ, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

“জঙ্গি মাদকের প্রতিকার পুলিশের অঙ্গীকার”-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নিকলীতে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও ওপেন হাউজ ডে । নিকলী থানা কমিউনিটি পুলিশের প্রধান ও সাধারণ সম্পাদকের সার্বিক সহায়তায় এবং ওসি নিকলী থানার সার্বিক তত্বাবধানে নিকলী জেলা পরিষদ অডিটোরিয়ামে আজ সকাল ১১ ঘটিকায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় এস.এই মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় “জঙ্গি মাদকের প্রতিকার পুলিশের অঙ্গীকার” এর প্রতিপাদ্য বিষয় নিয়ে শামসুল আলম সিদ্দিকী ওসি (তদন্ত),’র সভাপতিত্বে বক্তব্য দেনঃ- প্রধান অতিথিঃ অতিরিক্ত পুলিশ সুপার বাজিতপুর সার্কেল মোঃ আমিনুল রহমান, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জননেতা রিয়াজুল হক আয়াজ,কমিউনিটি পুলিশের প্রধান ও নিকলী সদর ইউনিয়ন চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর সিদ্দিক, নিকলী সদর ইউপি সদস্য মোঃ জসীম উদ্দিন, শাহার উদ্দিন, থানা মসজিদের পেশ ঈমাম আব্দুর বাছির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ উবাইদুল হক সম্রাটপ্রমূখ। এ সময় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক,ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগণ, জনপ্রতিনিধি ও সরকারী- বেসরকারী কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন