রাজধানীর গ্যাসলাইন পরিবর্তনে ১২শ কোটি টাকার প্রকল্প

রাজধানীর গ্যাস পাইপলাইন পরিবর্তন, গ্যাস নেটওয়ার্কের ত্রুটি সংশোধন এবং নেটওয়ার্ক ডিজিটাল জিআইএস নকশা পরিবর্তন করতে ১ হাজার ২২৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (তিতাস)। তিতাস বলছে, এ প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা শহরের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প শ্রেণির গ্রাহকদের প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বা চাপ বাড়বে। গ্রাহকদের গ্যাস প্রাপ্তি নিয়ে যে অভিযোগ রয়েছে, তার অবসান হবে। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রকল্প অপ্রয়োজনীয়। যেহেতু আবাসিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাজধানী থেকে সব শিল্প-কারখানা সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তাই হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া যুক্তিসঙ্গত হবে না। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুল ওহাব তালুকদার আমাদের সময়কে বলেন, পুরনো পাইপলাইন পরিবর্তন জরুরি। গ্যাস সংকট নিয়ে প্রতিদিন তিতাসে অনেক অভিযোগ আসে। অনেক জায়গায় জরাজীর্ণ পাইপের কারণে গ্যাসের চাপ কমে গেছে। ফলে পাইপলাইন পরিবর্তন হলে গ্যাস সংকট কমে আসবে। এ ছাড়া পাইপলাইন ব্যবস্থাপনায় আধুনিকায়ন করা দরকার। আমরা চেষ্টা করছি পাইপলাইন নেটওয়ার্ক ডিজিটাইজ করতে। তিতাস বলছে, গ্রাহক পর্যায়ে গ্যাসের সরবরাহ ও চাপ পরিস্থিতি উন্নতি করতে প্রয়োজনীয় ও উচ্চতর ব্যাসের পাইপলাইন দ্বারা বিদ্যমান নেটওয়ার্কের পুরনো, লিকেজযুক্ত ও স্বল্প ব্যাসের পাইপলাইন পরিবর্তন, প্রতিস্থাপন জরুরি। এ লক্ষ্যে সমগ্র ঢাকা শহরকে ১৪৩টি গুচ্ছ এলাকায় বিভক্ত করা হয়েছে। এখান থেকে প্রথমে ৬০টি এলাকার স্বল্প চাপ সমস্যা এবং পুরনো ক্ষতিগ্রস্ত পাইপলাইন বা স্বল্প ব্যাসের পাইপলাইন পরিবর্তন করা হবে। পর্যায়ক্রমে তিতাসের আওতাধীন বাকি এলাকাগুলোর নেটওয়ার্ক উন্নীতকরণে কাজ করা হবে। তবে শুধু নেটওয়ার্ক নয়, তিতাসের নেটওয়ার্ক ম্যাপিং বা নকশা সংরক্ষণের বিষয়টিকেও আধুনিকায়ন করতে এ প্রকল্প নিতে চায় তিতাস। কোম্পানির যাবতীয় নকশাকে জিআইএস বা ডিজিটাল করতে প্রকল্পটিকে অগ্রাধিকার দিতে চায়।

আপনি আরও পড়তে পারেন