আমার মেয়ে আখেরাতের পরীক্ষায় পাস করবে: নুসরাতের মা

আলিম পরীক্ষার ফল প্রকাশের পর থেকে কান্না থামছে না নুসরাতের স্বজনদের। যৌন নিপীড়নের পর হুমকি মাথায় নিয়ে দু’টি পরীক্ষায় অংশ নেন। দু’টি পরীক্ষায় অংশ নেয়া বিষয়ে ‘এ’ গ্রেড পেয়েছে নুসরাত।

ফলাফল শোনার পরে নুসরাতের মা শিরিনা আক্তারের বিলাপ যেন থামছে না। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমার মেয়ে দুনিয়ার পরীক্ষায় পাস করতে না পারলেও আখেরাতের পরীক্ষায় পাস করবে।

বুধবার (১৭ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়, কোরআন মাজিদ, হাদিস ও উসুলে হাদিস পরীক্ষায় নুসরাত ‘এ’ গ্রেড পেয়েছে। বাকি পরীক্ষায় আর অংশ নিতে পারেননি নুসরাত। যার কারণে অকৃতকার্য সম্বলিত ফল আসে নুসরাতের।

এ বিষয়ে ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. হুসাইন বলেন, নুসরাত সবগুলো পরীক্ষা দিতে পারলে ভালো ফল করতো। লেখাপড়ার প্রতি মেয়েটার কতটা আগ্রহ থাকলে এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার ফল প্রকাশের পর নুসরাতের সহপাঠী ও স্বজনরা শোক ধরে রাখতে পারছেন না। বুধবার মাদরাসায় পরীক্ষার ফলাফল জানতে আসা শিক্ষার্থীরা নুসরাতের জন্য কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত শিক্ষকদের চোখেও নেমে আসে শোকের অশ্রু। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

উল্লেখ্য, ৬ এপ্রিল নুসরাতকে কৌশলে মাদরাসার সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। অগ্নিদগ্ধ নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেনী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান কর্তব্যরত চিকিৎসকরা। সেখানে ১০ এপ্রিল রাত ৯টার দিকে নুসরাত মারা যান।

আপনি আরও পড়তে পারেন