দোহারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা

 দোহার(ঢাকা) প্রতিনিধি:

“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ্” ;

এ প্রতিপাদ্যকে সামনে রেখে দোহার উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য আয়োজনে একটি র‌্যালী বের হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। র‌্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।রর্‌্যালী শেষে উপজেলা পুকুরে মাছের পোনা উন্মুক্ত করা হয়। পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত মৎস্য চাষিদের মাঝে ৩ জন চাষিদের মূল্যায়ন করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যতী বিকাশ চন্দ্র, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আ: মান্নান খান, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ,সাবেক ছাত্রলীগের সাধারন-সম্পাদক রাজিব শরীফ প্রমুখ। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন