রাজশাহীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

 রাজশাহী বু্যুরো ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না) জাতীয় মৎস্য সপ্তাহ দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মহানগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে র‌্যালিটি বের করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক নিশারুল আরিফ, রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার আমীর জাফর, জেলার পুলিশ সুপার মো শহিদুল্লাহ ও বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ফেরদৌস সরকার। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পারভেজ রায়হান।

আপনি আরও পড়তে পারেন