জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন

মোঃ জামাল উদ্দিনকে আহবায়ক এবং মোঃ ফয়সাল দিদার দিপুকে সদস্য সচিব করে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রোববার (২১ জুলাই) জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপির সুপারিশে ১৫৩ সদস্য বিশিষ্ট এই সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদ দেওয়া হয়।

অনুমোদিত জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী ৩ মাসের মধ্যে মেয়াদোত্তীর্ন ইউনিট কমিটি গঠন করে কেন্দ্রীয় সম্মেলন আয়োজন করবে।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপিকে ফুলের শুভেচ্ছা জানান নব গঠিত ছাত্র সমাজ নেতৃবৃন্দ।

এসময় সাবেক ছাত্র নেতাদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক শাহ্-ই-আজম, নির্মল চন্দ্র দাশ, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান হাসান, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন