কুড়িগ্রামে বন্যায় প্রায় কুড়ি হাজার হেক্টর ফসলের ক্ষতির আশংকা

 কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২১-০৭-১৯

কুড়িগ্রামে টানা বারদিন ধরে বন্যার কবলে পরে প্লাবিত হয়ে আছে জেলার ৭৬টি ইউনিয়নের মধ্যে ৫৭টি ইউনিয়নের ৮৯৪টি গ্রাম। পানিবন্দী প্রায় ৮লাখ মানুষ। রোববার দুপুর পর্যন্ত ব্রহ্মপূত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৬৩ সে.মি ও নুনখাওয়া পয়েন্টে ২৩ সে.মি এবং ধরলা নদীর পানি ব্রীজ পয়েন্টে ৫৩ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় প্রায় কুড়ি হাজার হেক্টর ফসলী জমিন নিমজ্জিত হয়ে আছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত পাট, ভুট্টা, আউসধান ও বীজতলাসহ শাকসবজী জলমগ্ন হয়ে আছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান সরকার জানান, শাকসবজীর মধ্যে করলা, পটর, বেগুন, ঝিংগা, লালশাক, ডাটা, পাট, পুঁই, কলমিসহ ১ হাজার ৯৬২ হেক্টর সবজি ক্ষেত বিনষ্ট হওয়ার পথে। সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের দক্ষিণ নওয়াবশ এলাকার সবজীচাষী কালাম ও মকবুল জানান, হঠাৎ করে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় করলা ও পটলক্ষেত তলিয়ে গেছে। এতে দুই একর জমির সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে। একই অবস্থা মোগলবাসা উপজেলার সিতাইঝাড় এলাকার কৃষকদের মধ্যে। এখানে সবজি চাষ করেই লোকজন জীবিকা নির্বাহ করেন। তাদের সবার সবজিক্ষেত তলিয়ে আছে পানির নীচে। এ ব্যাপারে কৃষি সম্প্রারণ বিভাগের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান জানান, চলতি বন্যায় জেলার ৩৩ হাজার ১২৭ হেক্টর ফসলী জমির মধ্যে ১৯ হাজার ৭৩৮ হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। এখনেই কিছু বলা যাচ্ছে না, তবে পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমানটা বের করা যাবে।

আপনি আরও পড়তে পারেন