সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৯০ হজযাত্রী

হজ পালনের উদ্দেশে ৭৫ হাজার ৫৯০ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন।

এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৯৮৬ জন যাত্রী রয়েছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় (সৌদি সময় সোমবার দিবাগত রাত ৩টায়) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১০৮টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০০টিসহ মোট ২০৮টি ফ্লাইটে যাত্রীর সৌদি পৌঁছান।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে হজ ১০ আগস্ট অনুষ্ঠিত হবে।

জেডআই

আপনি আরও পড়তে পারেন