রাজধানীতে অটোরিকশা উল্টে নিহত ২

রাজধানীর ভাটারা থানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুজন।

বুধবার (২৪ জুলাই) সকালে কোকাকোলা মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বেলাল (৩০) ও শ্যামল (৩৫)। আহত চালক আবু সাইদকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটারা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, যাত্রীবাহী অটোরিকশাটি ঘটনাস্থলে ইউটার্ন নিচ্ছিলো। এ সময় দ্রুতগতির একটি নাইট কোচ ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক দুজনকে মৃত বলে জানান। আহত সিএনজি চালক আবু সাঈদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অজ্ঞাত পরিচয়ের এক যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন