জীবননগরে মার্সেল ফ্রিজের লাকী কূপনের নগদ ১ লক্ষ টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর।

  মামুন মোল্লা,চুয়াডাঙ্গা(২৪/০৭/১৯)
জীবননগর মার্সেল শো-রুম মেসার্স এম আর ইলেকট্রনিক এন্ড মটরস থেকে দর্শনা মাষ্টার পাড়ার কাজী আসিফ উল্লাহ একটি মার্সেল ফ্রিজ (M2D-19X) কিনে মার্সেল ঈদ লাখপতি অফারে নগদ ১ লক্ষ টাকা জিতে নিলেন। মার্সেলের পক্ষ থেকে এরিয়া মার্কেটিং অফিসার কবির হোসেন নগদ  ১ লক্ষ প্রদান করেন কূপন বিজয়ীকে।
জানা গেছে, ২১ জুলাই রবিবার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের মাস্টার পাড়ার কাজী ওবায়দুল হকের ছেলে কাজী আসিফ উল্লাহ। সে তার স্ত্রীকে সাথে নিয়ে জীবননগর একমাত্র এক্সক্লুসিভ মার্সেল শো-রুম থেকে ২২ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ ক্রয় করে। স্কার্ড কার্ডে মার্সেল পন্যের ঈদ লাখপতি অফারে ১ লক্ষ টাকা জিতে নিয়েছেন। জীবননগর এম আর ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী অবসরপ্রাপ্ত অনারারী লেঃ মোঃ- মুজিবুর রহমান জানান মার্সেল পন্যের ঈদ লাখপতি অফারে অনেকেই পুরুষ্কার জিতে নিয়েছেন। জীবননগরে এ যাবৎ কাল পর্যন্ত এত বড় ধরনের অফার জিতে নিতে পারনি। এ প্রথম কেউ মার্সেল ফ্রিজ ক্রয় করে লাখ টাকা পুরুষ্কার জিতে নিয়েছেন। সুধীজনদের উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে তাকে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি,মোঃ মুজিবুর রহমান অনারারী লেঃ অবঃ স্বত্বাধিকারী মেসার্স এম আর ইলেকট্রনিক এন্ড মটরস,সভাপতি জীবননগর উপজেলা জাতীয় পার্টি,মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন,এরিয়া মার্কেটিং অফিসার মার্সেল,মার্সেল সার্ভিস সেন্টার ইনচার্জ,মার্সেল বিজনেস ডেভলেপমেন্ট অফিসার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোসাব কাক্কা,সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক মোঃ আতিয়ার রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক মাষ্টারসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগন,হাসিনা প্লাজার সকল সদস্য আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে সানন্দের সাথে উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের বক্তব্য মার্সেলের এমন বড় ধরনের অফার জীবননগর তথা চুয়াডাঙ্গা জেলায় এটাই প্রথম। ইলেকট্রনিক্স বিভিন্ন অফারের মাঝে এটাই সর্বশ্রেষ্ঠ পুরস্কার পেলেন ক্রেতা সাধারণ। তাছাড়া মার্সেল ফ্রিজ,এলইডি, এসি ও অন্যান্য পন্যের গুনগত মানও অনেক ভাল। এই ঈদ লাখপতি অফার আগামী ঈদুল আজহার পর পর্যন্ত চলমান থাকবে।

আপনি আরও পড়তে পারেন