আনসার আল ইসলামের ৩ সদস্য আটক

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া, আহম্মদ আলী।

এসময় দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই জব্দ করা হয়।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান জানান, রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিনজনই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

তিনি বলেন, পুলিশ অভিযানে গেলে আটকৃকতরা বিস্ফোরণ ঘটায় ও আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি করে। এতে একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

আপনি আরও পড়তে পারেন